ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় ভূমি অফিসে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতি

প্রকাশিত : ০৯:৪২, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০৭, ৫ মার্চ ২০১৬

ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় বদলে গেছে কুষ্টিয়ার কুমারখালী ভূমি অফিসের সেবা দান পদ্ধতি। এতে সেবা নিতে গিয়ে জমি মালিকদের হয়রানি কমেছে। ভূমি অফিসের অসাধু কর্মচারী ও দালালদের দৌরাত্ম্যও এখন আর নেই । দ্রুত সেবা পাওয়ার পাশাপাশি খরচ কমায় খুশি ভূমি মালিকরা। ল্যাপটপ অথবা ডেস্কটপে এক ক্লিকেই চোখের সামনে ভেসে উঠছে সরকারি বেসরকারি জমির দাগ খতিয়ানসহ সব তথ্য। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ভূমি অফিসের। মান্ধাতা আমলের পদ্ধতি বাতিল করে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় কমেছে মানুষের হয়রানি। সেইসঙ্গে দ্রুতই সেবা পাচ্ছেন তারা। আগে এ উপজেলার ভূমি মালিকদের নামজারি, পর্চা উঠানোসহ ভূমি সংক্রান্ত সেবা পেতে ঘুরতে হতো মাসের পর মাস। ছুটতে হতো এ অফিস থেকে ও অফিস। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় কমেছে এসব ভোগান্তি। জেলা ও উপজেলা প্রশাসন বলছে, নতুন পদ্ধতিতে সেবা গ্রহিতাদের সময় ও টাকার সাশ্রয় হচ্ছে। বাস্তবায়িত হচ্ছে সরকারের লক্ষ্য। দেশের সব ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতি চালু হলে কমবে জনভোগান্তি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি