ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে চিকিৎসকের অবহেলার রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশিত : ০৯:৪১, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৪১, ৫ মার্চ ২০১৬

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসকের অবহেলার রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১২টার দিকে সদরের বামনপুর গ্রামের গৃহবধূ রশিদা বেওয়াকে বুকের ব্যাথার কারণে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আনা হয়। স্বজনদের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেন রোগীকে ভুল করে মেডিসিন বিভাগে ভর্তি করে। এরপর রোগীর অবস্থার অবনতি হলে রাতে একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডেকে এনে কার্ডিওলোজি বিভাগে স্থানান্তরের কিছু সময় পর মারা যায় রশিদা। হাসপাতালটির ইমারজেন্সি বিভাগের কর্মরত চিকিৎসক নুরুন নবী জানান, রোগী অবহেলার কারণে মারা গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি