ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কঙ্গো মিশনে যোগ দিচ্ছেন ১৮০ নারী পুলিশ

প্রকাশিত : ১২:৩৪, ২৯ মে ২০১৯ | আপডেট: ১৫:২৮, ২৯ মে ২০১৯

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছে বাংলাদেশে পুলিশের একটি নারী কন্টিনজেন্ট। ১৮০ জন পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্টের দায়িত্ব গ্রহণ করবে।

গতকাল মঙ্গলবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে নারী পুলিশের এ কন্টিনজেন্টটি।  

পুলিশ সুপার (এসপি) সালমা সৈয়দ পলি এ কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন। পুলিশ সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী ‘ব্লু হেলমেট’ পরিহিত নারী পুলিশ শান্তিরক্ষীদের বিমানবন্দরে বিদায় জানান।

প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি ঘটে ২০১০ সালে। হাইতিতে তারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভূমিকম্পের পর মানবিক সহায়তা দিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি