উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতারা
প্রকাশিত : ০৯:৫৭, ১ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৭, ১ নভেম্বর ২০১৬
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতারা। একই সঙ্গে সীমান্ত সমস্যাসহ অমীমাংসিত ইস্যুগুলো সমাধানেরও আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সফরের সময় অমীমাংসিত অনেক সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল।
সাম্প্রতিক বাংলাদেশ সফরে এসে কংগ্রেস নেতারা সন্তোষ প্রকাশ করেন, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রসঙ্গে।
একই সঙ্গে সীমান্ত সমস্যাসহ তিস্তার পানি বন্টন নিয়েও কথা বলেন তাঁরা।
প্রতিবেশী দেশের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক আরও জোরদার করার পক্ষে মত দেন আলোচিত রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরও পড়ুন