ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর টিকাটুলির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২২:২১, ২৯ মে ২০১৯

রাজধানীর টিকাটুলির লিলি গার্ডেন কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া নয়টায় এ ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

ফায়ার সার্ভিস’র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কন্ট্রোল অপারেটর ফরহাদুর আলম একুশে টেলিভিশন অনলাইনকে জানান, বুধবার রাত সোয়া নয়টায় রাজধানীর টিকাটুলির লিলি গার্ডেন নামক কমিউনিটি সেন্টারে অগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। কিছুক্ষণ পরে রাত পৌনে দশটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি।

এমএস/ আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি