ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌদির উদ্দেশে প্রধানমন্ত্রীর জাপান ত্যাগ

প্রকাশিত : ১০:৩২, ৩১ মে ২০১৯ | আপডেট: ১৪:৪০, ৩১ মে ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চার দিনের সরকারি সফর শেষে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ওআইসি ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৫টা ২৫ মিনিটে জেদ্দার বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন।

১ ও ২ জুন সৌদি আরব অবস্থান করে পবিত্র উমরা পালন ও মহানবী (সা.) এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করবেন শেখ হাসিনা।

আগামী ৩ জুন দিবাগত রাত ১টার দিকে সৌদি থেকে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর একটার দিকে হেলসিংকিতে পৌঁছানোর কথা রয়েছে তার। ৪ জুন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

৭ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফিনল্যান্ডের বিমান ফিনএয়ারযোগে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে হেলসিংকি বিমানবন্দর ত্যাগ করবেন। একইদিন দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ সরকার প্রধানের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি