ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চেঞ্জ মেকার’

প্রকাশিত : ১৩:০৪, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৪, ২ নভেম্বর ২০১৬

বিশ্বমন্দা উতরে আশাতীত প্রবৃদ্ধি অর্জন, ডিজিটাল বাংলাদেশ গঠন, দারিদ্র্যজয়সহ শিল্পসমৃদ্ধির উন্নয়নকে অনন্য আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেসদলীয় নেতারা। সামগ্রিক অর্থনীতির এই উন্নয়নের নেপথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চেঞ্জ মেকার’ মনে করেন তাঁরা। আওয়ামী লীগের সম্মেলনে অতিথি হয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা। অনুষ্ঠানের আগে-পরে নিজেদের মতো করে ঘুরে দেখেন রাজধানীর পাশের দুটি জেলা মানিকগঞ্জ আর গাজীপুর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন লোকসভা আর রাজ্যসভার দুই সদস্য। পরে একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে বলেন, প্রগতির সঙ্গে অগ্রগতি যোগ হয়ে নবজাগরণ ঘটেছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি বলেন, বিরোধিতা না করে মিলে-মিশে কাজ করলে উভয় দেশের জন্যই মঙ্গলজনক। ভবিষ্যতের বাংলাদেশকে আরও উন্নত দেখতে চান ভারতের নেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি