ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহানবী (সা:) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১:২১, ২ জুন ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেছেন। রোববার বিকেলে পবিত্র নগরী মদিনায় রওজা জিয়ারত করেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন। প্রধানমন্ত্রী এ সময় দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। মদিনার ডেপুটি গভর্ণর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরা পালন করেন।

উল্লেখ্য, শেখ হাসিনা জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ’র আমন্ত্রণে গত ৩১ মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪ তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।

(তথ্যসূত্র: বাসস)

এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি