সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
প্রকাশিত : ২০:৩৭, ৩ জুন ২০১৯ | আপডেট: ১৪:৫১, ৪ জুন ২০১৯

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। নিয়ম অনুযায়ী আজ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৫ জুন (বুধবার) ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে যাবে ঈদ। সেক্ষেত্রে ঈদ হবে ৬ জুন (বৃহস্পতিবার)।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন (৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) ও ফ্যাক্স (৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১) নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আই/আরকে
আরও পড়ুন