ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মহাসড়কে আগুন দিল যানজটে বসে থাকা যাত্রীরা

প্রকাশিত : ১২:৫২, ৪ জুন ২০১৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুইপাশে অন্তত ৫৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ দীর্ঘ যানজটের প্রতিবাদে বিক্রমহাটি এলাকায় উত্তরবঙ্গগামী যানবাহন থেকে যাত্রীরা নেমে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার বিক্রমহাটিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে নারী ও শিশুসহ সবাই চরম দুর্ভোগে পড়েছেন।

টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। পরে উত্তরবঙ্গগামী যাত্রীরা ওই এলাকায় টায়ারে আগুন দেয়। পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলছেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি