ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শরীয়তপুরের ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় যেকোন দিন

প্রকাশিত : ১৮:৫২, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শরীয়তপুরের ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দেয়া হবে যেকোন দিন। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর ও মাদারীপুরে হত‌্যা, গণহত‌্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও হিন্দুদের দেশত্যাগে বাধ‌্য করার মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই পলাতক আসামির বিরুদ্ধে। এ’ মামলায় গ্রেফতার অপর আসামি মাওলানা সোলায়মান মোল্লা ওরফে সোলায়মান মৌলভী গত ২৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইদ্রিস আলীর সর্বোচ্চ শাস্তির আশা করেছে রাষ্ট্রপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি