ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি

প্রকাশিত : ২০:০৪, ৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠকে বসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।

এতে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত দেশের কোথাও চাঁদ দেখার খবর জানা যায়নি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে এ তথ্য জানাতে পারবেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি