ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ১০:০৮, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদের দিন সকালে লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিণারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরও ১০জন।

হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রাম বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, পিকআপে থাকা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন।

বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি