ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অনিয়ম- দুর্নীতির আখড়া হয়ে উঠেছে নওগাঁ সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

প্রকাশিত : ১১:১৪, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:১৪, ৩ নভেম্বর ২০১৬

অনিয়ম- দুর্নীতির আখড়া হয়ে উঠেছে নওগাঁ সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান হলেও, টাকা ছাড়া মেলে না সেবা। একইসাথে মাঠ পর্যায়ে কার্যক্রম ঝিমিয়ে পড়ায়, সুফল পাচ্ছে না সাধারন মানুষ। নওগাঁ সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র- জন্ম নিয়ন্ত্রন, প্রজনন, গর্ভবর্তী মায়ের মাতৃত্বকালীন যতœসহ মা ও শিশুর সব ধরনের সেবা দেয়ার কথা থাকলেও, বাস্তবতা ভিন্ন। সেবার জন্য হরহামেশা দাঁড়াতে হয় লম্বা লাইনে, পর্যাপ্ত চিকিৎসক থাকলেও মেলেনা সেবা। একইসাথে পরিবার পরিকল্পনা কেন্দ্রে সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে। অভিযোগ আছে, এখানকার ডাক্তাররা কর্মস্থল ফেলে রোগী দেখেন বেসরকারি প্রতিষ্ঠানে। শুধু তাই নয়, টাকা ছাড়া মেলে না সরকারি ওষুধও। এছাড়া, প্রতিষ্ঠানের উপ-পরিচালকের বিরুদ্ধে, সরকারি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। তবে, অভিযোগ অস্বীকার করেছেন উপ-পরিচালক। নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের ১২টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ জনবল রয়েছে হাজার খানেক। তারপরও মিলছে কাঙ্খিত সেবা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি