ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন ভ্রমণপিয়াসুরা (ভিডিও)

প্রকাশিত : ০০:০৬, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদ আনন্দ উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান এবং রাঙামাটিতে ভীড় বেড়েছে পর্যটকদের। দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন ভ্রমণপিয়াসুরা। তাদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি রেখেছে পুলিশ প্রশাসন।

যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে অবকাশ যাপনে পর্যটকদের ভীড় বান্দরবানে। চিম্বুক, নীলগিরি, বগালেক, প্রান্তিকলেক, ঝুলন্ত সেতু আর স্বর্ণমন্দিরের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে।

নীলাচলে বিস্তীর্ণ পাহাড়, ঝড়ঝড়ি, নাফাকুমসহ অসংখ্য ঝর্ণাধারা, মেঘের লুকোচুরি আর সবুজের মায়ায় আনন্দ খুঁজে ফেরেন দর্শনার্থীরা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক পুলিশ প্রশাসন।

এদিকে পাহাড় ও হ্রদ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে রাঙামাটিতেও ভীড় পর্যটকদের।

ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজবন বিহার, আসামবস্তি-কাপ্তাই সড়কের বেসরকারী পর্যটন বেরান্নে, বড়গাঙ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শান্ত সবুজ গ্রাম ঘুরে ঘুরে দেখছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা।

যেকোন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সতর্ক অবস্থানে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি