ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঢাকার থেকে অপহৃত শিশু সানজিদা রাজবাড়ী থেকে উদ্ধার

প্রকাশিত : ০৮:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০৮:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণের ৩দিন পর দেড় বছরের শিশু সানজিদাকে রাজবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। Sanjidaগেলো রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গেলো শুক্রবার কেরানীগঞ্জ আলম মার্কেটের ব্যবসায়ী আনোয়ার হোসেনের দেড় বছরের শিশুকন্যা সানজিদাকে তারই দুই দোকান কর্মচারী শাওন ও রিপন, অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মালিকের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে সানজিদাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার শাওনের বাড়ী বরিশালের মুলাদী এবং রিপনের বাড়ী মানিকগঞ্জে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি