ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেশি টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত : ২০:০৩, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:০৩, ৩ নভেম্বর ২০১৬

অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলআপ ও প্রথম বর্ষের ভর্তিতে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলআপে বোর্ড নির্ধারিত ২ হাজার ৫শ’ টাকার সঙ্গে নানা খাত ও অজুহাত দেখিয়ে ৬/৭ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়া শিওর ক্যাশের মাধ্যমে টাকা নেয়ার কারণে দরিদ্র তহবিল, ফুল বা হাফ ফ্রি’র সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। আর নেটওয়ার্কের ঝামেলায় বিভ্রান্তির শিকার হচ্ছে অনেক শিক্ষার্থী। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি