ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ভাইবোন হত্যার ঘটনায় দাদিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রকাশিত : ১৫:৪৩, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৩, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর বনশ্রীতে ভাইবোন হত্যার ঘটনায় তাদের দাদিকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করবে রামপুরা থানা পুলিশ। ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মা জেসমিন বারবারই বলছেন সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বেগের থাকার কারণেই শিশু সন্তানদের হত্যা করেছেন তিনি। দুই শিশুর মৃত্যু তাদের সহপাঠিদের মধ্যেও প্রতিক্রিয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। বনশ্রীতে দুই শিশু হত্যা মামলায় তাদের দাদি হাসনা বেগমকে জিজ্ঞাসাবাদ করবে রামপুরা থানা পুলিশ। ওই দিন যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাসনা বেগম তাদের একজন। সন্তানদের পড়াশুনা ও ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার কারণেই সন্তানদের হত্যা করার কথাই বারবার বলছেন দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন। দুই শিশু হত্যাকান্ডের ঘটনায় তাদের সহপাঠিদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি