১৬ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ১৮ জুন (ভিডিও)
প্রকাশিত : ১২:৫১, ১৫ জুন ২০১৯
১৪ জেলার ১৬ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ১৮ জুন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় চলছে বিরামহীন প্রচারণা। নানা প্রতিশ্র“তি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
মাদারীপুর সদর উপজেলায় নৌকা প্রতীক লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের ছোটভাই ওবায়দুর রহমান কালু খান।
দুই প্রার্থীই চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।
তবে ভোটাররাও কষছেন নানা হিসেব-নিকেশ। প্রত্যাশা, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানালেন জেলা পুলিশ সুপার।
এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক
প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির প্রার্থীও।
ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীই বেছে নেবেন তারা।
নলডাঙ্গা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩ হাজার ৪৭৪ জন।
আরও পড়ুন