ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গিজনকে ৩-২ গোলে হারিয়েছে মালাগা

প্রকাশিত : ১৩:০৫, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৫, ৫ নভেম্বর ২০১৬

স্প্যানিশ ফুটবল লিগ, লা লিগায় স্পোর্টিং গিজনকে ৩-২ গোলে হারিয়েছে মালাগা। প্রতিপক্ষের মাঠে ১৩ মিনিটে ফরোয়ার্ড ভিগরা’র গোলে প্রথমে এগিয়ে যায় স্পোর্র্টিং গিজন। প্রথমার্ধের শেষ মুর্হুতে সমতায় ফিরে মালাগা। সমতা ফেরানো গোলটি করেন পাবলো ফরনাল্ধসঢ়;স। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড কপের গোলে আবারো লিড নেয় স্পোর্টিং। তবে, লিড ধরে রাখতে পারেনি তারা। ৬৫ মিনিটে সান্দ্রো রামিরেজের গোলে ২-২ ব্যবধানে সমতায় আসে মালাগা। ৭৮ মিনিটে মালাগার হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড মাইকেল সান্তোস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি