ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিতে চলছে নির্বাচনী প্রচারনা

প্রকাশিত : ১৭:০২, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০২, ৫ মার্চ ২০১৬

electionআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। এদিকে স্থগিত ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিতে পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে প্রচারণা। শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে ২১টি ইউনিয়নের দাখিল করা মনোনয়নপ্রত্র যাচাই-বাছাই শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে আনন্দঘন পরিবেশে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ২০শে মার্চ পৌরসভাটির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর ঝালকাঠি ও ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি