ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার খরচ আকাশচুম্বী

প্রকাশিত : ১৩:১২, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১২, ৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার খরচ আকাশচুম্বী। জমকালো এ নির্বাচনে অর্থের যোগান নিশ্চিত করতে হয় প্রার্থীদেরই। যাতে গুরুত¦পূর্ণ ভূমিকা পালন করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। নানা সমালোচনা থাকলেও ভোটের মাঠে এখনও এর কোন বিকল্প নেই। মার্কিন নির্বাচনের প্রাইমারী থেকে চূড়ান্ত লড়াই পর্যন্ত ভোটের মাঠের এই দীর্ঘ পথ পরিক্রমায়  অঢেল অর্থ খরচ করতে হয়  প্রার্থীদের। যার বড় যোগানটা আসে দেশটির কর্পোরেটদের কাছ থেকে। সে কারণে এখানে গণতন্ত্রের নতুন নাম দেওয়া হয়েছে ‘ডলারোক্রেসি’। ওয়াশিংটন পোস্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, হিলারি কিøনটন নির্বাচনী লড়াইয়ে এপর্যন্ত খরচ করেছেন প্রায় একশ  ত্রিশ কোটি মার্কিন ডলার। যেখানে প্রচারণা বাবদ ব্যয় হয়েছে পঞ্চাশ কোটি চুয়ান্ন লাখ মার্কিন ডলার। আইনজীবী ও আইনবিষয়ক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান সহ  বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ঢালছে অর্থ। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প নিজেই ধনকুবের। ভোটের মাঠে নামার আগেই এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার খরচের ঘোষণা দেন। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে, এপর্যন্ত তার ব্যয় হয়েছে ৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তবে রিপাবলিকান দলের নির্ভরযোগ্য অনেক দাতাই  তার ব্যাপারে তেমন আগ্রহী নন। এদিকে শুক্রবার রাশিয়ান টাইমস কে দেয়া এক বিশেষ স্বাক্ষাতকারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এসাঞ্জ বলেছেন,  ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং আইএস এর অর্থায়নের উৎস একই। সর্বশেষ  ই-মেইল কেলেঙ্কারির পর এসাঞ্জের এই মন্তব্য, হিলারিকে খানিক বেকায়দায় ফেলবে বলে মনে করছেন অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি