ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধে অংশ নিলেও ভারতীয় বামপন্থীদের স্মরণ করা হয় নাঃ মেনন

প্রকাশিত : ১৫:৪৬, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৬, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় বামপন্থীরা অংশ নিলেও, ইতিহাসে তাদের স্মরণ করা হয় না বলে দু:খ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতীয় বামপন্থীদের ভূমিকা বিষয়ক আলোচনায় এই দু:খ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রী বলেন, ২৯ মার্চ প্রথম ভারতীয় বামপন্থীরা দাবি তুলেন, বাংলাদেশকে স্বীকৃতি এবং অস্ত্র দিয়ে সহায়তার। বাঙ্গালীর আন্দোলন সংগ্রাম এবং সিদ্ধান্ত নিজস্ব হলেও একাত্তরে ভারতীয় বামপন্থীদের সহায়তার কথা স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মেনন। আলোচনায় একাত্তরে ভারতীয় বামপন্থীদের ইতিহাস এবং সার্বিক সহযোগিতার কথা তুলে ধরেন ভারতের মাকর্সবাদী কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান বিমান বসু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি