ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রংপুরে চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী পাভেল রহমানের সংবাদচিত্র প্রদর্শনী

প্রকাশিত : ১৩:৪৩, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৩, ৫ নভেম্বর ২০১৬

রংপুরে চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী পাভেল রহমানের সংবাদচিত্র প্রদর্শনী। শুক্রবার ‘আমার ক্যামেরায়’ শিরোনামে তিনদিনের এই সংবাদচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তার মা মতিজা রহমান। প্রদর্শনীতে বেশকিছু দুর্লভ ছবি স্থান পেয়েছে। ছবি কথা বলে ..... সময়ের, ইতিহাসের। আবার কখনও ছবিই হয়ে যায় ইতিহাস। খ্যাতিমান ফটো-সাংবাদিক রংপুরের সন্তান পাভেল রহমানের ক্যামেরায়ও এমন কিছু ছবি ফ্রেমবন্দি হয়েছে। রংপুরে পাভেল রহমানের ‘আমার ক্যামেরায়’ সংবাদচিত্র প্রদর্শনীতে এমনই কিছু ছবি স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দুর্লভ ছবি ছাড়াও ‘স্বৈরাচার নিপাত যাকÑ গণতন্ত্র মুক্তি পাক’ বুকে লেখা শহীদ নূর হোসেনের সেই বিখ্যাত ছবি রয়েছে প্রদর্শনীতে। যা মুগ্ধ করছে দর্শনার্থীদের। পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে পাভেল রহমানের ছবি অবদান রাখবে বলে জানালেন রংপুরের ডিআইজি। জন্মভূমিতে প্রদর্শনী করে ভালোলাগার কথা জানান পাভেল রহমান। ছবি তোলার নানা অভিজ্ঞতার কথাও বলেন পাভেল রহমান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি