ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সবকিছুতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কেন,প্রশ্ন হাইকোর্টের

প্রকাশিত : ১৯:৫২, ১৮ জুন ২০১৯

আড়ংয়ের আউটলেটে অভিযানের কয়েক ঘন্টার মাথায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মাদ শাহরিয়ারের বদলির ঘটনায় সচিবদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

সচিবদের এমন কাজে অসন্তুষ্ট হয়ে আদালত বলেছেন, সবকিছুতে যদি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে আমলাদের কাজটা আসলে কি?

মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে করা রিটের শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালত বলেন, আড়ংয়ে অভিযান চালানোয় একজন ম্যাজিস্ট্রেটকে ছুটির দিনে যেভাবে বদলি করা হয়েছে তা অত্যন্ত লজ্জার বিষয়।

এমনকি যারা এ কাজে জড়িত তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এভাবে সৎ অফিসারদের ভালো কাজের ফল স্বরুপ বদলি করলে তারা অনুৎসাহিত হবেন।

শুনানির এক পর্যায়ে রিটকারী পক্ষের আইনজীবী এবিএম আলতাফ হোসেন আদালতের উদ্দেশে বলেন, “আড়ংয়ে সাতশ টাকার পাঞ্জাবি কত টাকা রেখেছে দেখেছেন? এটা যে বন্ধ করতে গেছে তাকে বদলি করে দেওয়া হয়েছে।”

জবাবে আদালত বলেন,‘সবকিছুতে প্রধানমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হবে? তাহলে এতো সেক্রেটারির কাজ কি?  বন্ধের সময় বদলির আদেশ দিয়েছে। প্রধানমন্ত্রীকে যদি সব কিছুতে ইন্টারফেয়ার করতে হয়, তাহলে এদের থাকার দরকার কী।’

উল্লেখ্য, গেল রোজায় ( ৩ জুন) উত্তরায় আড়ংয়ের একটি আউটলেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একই পাঞ্জাবি ৫ দিনের ব্যবধানে দ্বিগুনের বেশি দাম রাখায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর মোহাম্মাদ শাহরিয়ার।

জরিমানার কয়েক ঘন্টার মাথায় ওই রাতেই তাকে খুলনায় বদলির প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ  খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। পরে দেশের বাহিরে থাকা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে তার বদলির আদেশ স্থগিত করা হয়। 

প্রধানমন্ত্রীও সদ্য বাজেট অধিবেশনের আলোচনায় বিষয়টি তুলে ধরেন।

আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি