'নাডা'র প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রকাশিত : ১৩:৪৬, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ৫ নভেম্বর ২০১৬
ঘূর্ণিঝড় নাডার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর চর কিং, চর ঈশ্বর, সুখ চর ও নিঝুম দ্বীপসহ কয়েকটি এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। হাতিয়ার সঙ্গে সদরসহ দেশের অন্যান্য জেলার সব ধরনের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাগেরহাট, মংলাসহ সুন্দরবন উপকুলেও ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণ হচ্ছে। বন্ধ রয়েছে মংলা বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য ওঠা নামার কাজ। কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
আরও পড়ুন