ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্মার্ট ফোনের ব্যবহারের সাথে বাড়ছে 'গেইমিং'

প্রকাশিত : ১৩:৫৬, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৬, ৫ নভেম্বর ২০১৬

স্মার্ট ফোনের ব্যবহার যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দেশের গেইমিং সেক্টরের সম্ভাবনা। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে শুরু করেছে দেশে তৈরী গেইম। তবে বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা প্রমান করতে আগে স্থানীয় বাজারে এসব গেইম জনপ্রিয় করার পরামর্শ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর। আর কোম্পানীগুলো বলছে এই সেক্টরে অপার সম্ভাবনার পথে মূল প্রতিবন্ধকতা যথাযথ প্রশিক্ষনের অভাব। সময়ের সাথে সাথে বাড়ছে প্রযুক্তির ধরন ও পরিধি। বিশ্বব্যাপী এর প্রভাবেই দেশে স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে দেড় কোটি। স্মার্টফোনের বিনোদন ভিত্তিক অ্যাপসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেইমিং অ্যাপস। ক্ষেত্রবিশেষে কম্পিউটার গেইমসের চেয়েও এগিয়ে মোবাইল গেইমস। চাহিদা আর জনপ্রিয়তা বিবেচনা করে বিশ্বব্যাপী গড়ে উঠেছে গেইম তৈরির কোম্পানী। বাংলাদেশেও রয়েছে দশটি মোবাইল গেইমস তৈরি প্রতিষ্ঠান যার মধ্যে দুএকটি কোম্পানী ইতোমধ্যেই প্রবেশ করেছে বিশ্ববাজারে। প্রায় সাড়ে সাতশ কোটি টাকার গেইমিংএর বিশ্ববাজারে নেতৃত্ব দিতে প্রয়োজন নিজেদের পণ্যের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। আর এজন্য স্থানীয় বাজারে দেশের তৈরি গেইমসের চাহিদা ও গ্রাহকের আস্থা সৃষ্টির পরামর্শ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর। গেইমিং খাতে দেশের সম্ভাবনার কথা মানছে আন্তর্জাতিক পরিসরে কাজ করা দেশের কোম্পানীগুলো। তবে সেই সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা উপযুক্ত প্রশিক্ষনের অভাব। আইসিটি বিভাগ বলছে এই খাতের সম্ভাবনা বিশ্লেষন করে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। আর দেশীয় মেধা দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়া পোকোমোন-গো এর চেয়ে জনপ্রিয় কিছু তৈরীর সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি