ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

শীতকালীন সবজি চাষ করে লাভবান হয়েছেন ঠাকুরগাঁও ও রাজবাড়ীর কৃষকেরা

প্রকাশিত : ১৩:৩৩, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৩, ৭ নভেম্বর ২০১৬

শীতকালীন সবজির আগাম চাষ করে লাভবান হয়েছেন ঠাকুরগাঁও ও রাজবাড়ীর কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ নিলে, উৎপাদন আরো বাড়বে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ক্ষেতের পর ক্ষেত বিভিন্ন জাতের সবজির সমারোহ। ঋতু চক্রের হিসেবে হেমন্ত চললেও শীতের আগাম সবজি চাষে ব্যস্ত ঠাকুরগাঁওয়ের চাষীরা। ফুলকপি, বাঁধাকপি, করলা, টমেটোসহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ করছেন কৃষকেরা। আগাম এ’সব সবজি চাষ লাভজনক হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। স্থানীয় চাহিদা মিটিয়ে এ’সব সবজি সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয় ইতালি, অষ্ট্রেলিয়াসহ ৭টি দেশে রপ্তানি হচ্ছে এখানকার সবজি। ঠাকুরগাঁওয়ে এবার ৭ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। সহজ শর্তে ঋণ পেলে চাষের পরিমাণ আরো বাড়বে জানালেন কৃষি কর্মকর্তা। এদিকে, রাজবাড়ীর বালিয়াকান্দির দিলালপুরে শীতের আগাম সবজি চাষ করে লাভের মুখ দেখেছেন কৃষকেরা। রাসায়নিক সার ছাড়াই গরুর গোবর আর কেচো কম্পোষ্ট সার ব্যবহার করা হচ্ছে এ’সব জমিতে। এতে ফলনও ভালো হয়েছে। বিষমুক্ত হওয়ায় বাজারে এ’সব সবজির চাহিদাও বেশি। রাজবাড়ীতে এবার ৮শ’ হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি