ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী জনসাধারণের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন ১৯ নভেম্বর

প্রকাশিত : ১৭:৪৮, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৮, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটিসহ চট্টগ্রাম বিভাগের জনসাধারণের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা হয়েছে গেল রোববার। জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে এ সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এতে রাঙামাটি জেলাসহ দশ উপজেলা এবং সকল ইউনিয়নে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স কর্মসূচিতে সর্বস্তরের জনগনের  ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সাথে জেলার সর্বত্র সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিরোধী প্রচারনা মূলক কর্মকান্ড পরিচালনা এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক প্রচারনার সিদ্ধান্ত  নেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি