ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৪ প্রতিষ্ঠান

প্রকাশিত : ০৮:২৬, ২৯ জুন ২০১৯ | আপডেট: ০৮:৪৩, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

শিল্প খাতে বিশেষ অবদানের জন্য সরকার ছয়টি শ্রেণিতে ১৪টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। দেশের অর্থনীতিতে এ খাতের অবদানের স্বীকৃতি, কর্মসংস্থান সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে আজ এই পুরস্কার দেওয়া হবে।

আজ শনিবার বিকেল ৪টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত থাকবেন।

এর আগে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৭’ এর জন্য মনোনীতদের তালিকা গত ২৮ মে প্রকাশ করেছিল শিল্প মন্ত্রণালয়। ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-সংক্রান্ত নির্দেশনাবলি ২০১৩’ অনুযায়ী, প্রতি বছর এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

এবার পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় পুরস্কার ময়মনসিংহের এনভয় টেক্সটাইলস ও তৃতীয় পুরস্কার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। মাঝারি শিল্পে প্রথম গ্রিন টেক্সটাইল, দ্বিতীয় ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস ও তৃতীয় জিএমই এগ্রো। ক্ষুদ্র শিল্পে গাজীপুরের কাশিমপুরের অকো-টেক্স প্রথম, এপিএস অ্যাপারেলস দ্বিতীয় ও তৃতীয় চট্টগ্রামের বিএসপি ফুড প্রোডাক্টস। মাইক্রো শিল্পে ঢাকার মোহাম্মদপুরের স্মার্ট লেদার প্রোডাক্টস এ পুরস্কার পাচ্ছে।

এ ছাড়া কুটির শিল্প খাতে প্রথম কোর দি জুট ওয়ার্কস, দ্বিতীয় মিরপুরের প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র ও কুটির শিল্প উন্নয়ন সংস্থা। হাইটেক শিল্পে ঢাকার সার্ভিস ইঞ্জিন প্রথম এবং দ্বিতীয় লালমাটিয়ার ন্যাসেনিয়া রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্প উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। প্রধান খাতগুলোতে বৃহৎ, মধ্যম, ছোট, মাইক্রো এবং কটেজ ও হাইটেক ইন্ডাস্ট্রি এই ছয়টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি