ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের লড়াই আজ

প্রকাশিত : ১৩:১৭, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৭, ৮ নভেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের লড়াই আজ। একদিকে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন, অন্যদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প- বেছে নেয়ার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে। ৫০টি অঙ্গরাজ্যের প্রায় সাড়ে ২২ কোটি ভোটার নির্বাচিত করবেন ইলেক্টর। আর ইলেক্টরাল ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। হিলারি ক্লিনটন নাকি ডোনাল্ড ট্রাম্প? কে বসবেন হোয়াইট হাউসের সিহাংসনে। দুজনের মধ্যে একজনকে নির্বাচিত করার মূল লড়াই আজ। ৫০টি অঙ্গরাজ্যে শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রে ভোটাদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়না। ইলেক্টরকে ভোট দেবেন তারা। অঙ্গরাজ্যভিত্তিক নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর থাকেন। এক্ষেত্রে জনগণের ভোট যিনি বেশি পাবেন, ওই অঙ্গরাজ্যের সব ইলেকটোরাল ভোটও তার পক্ষে যাবে। মোট ৫৩৮টির মধ্যে কমপক্ষে ২৭০টি ইলেক্টরাল ভোট পেলেই প্রেসিডেন্ট পদটি তার দখলে যাবে। তবে আগাম ভোট শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। এ পর্যন্ত ৩৮টি অঙ্গরাজ্যে প্রায় ৪ কোটি ২০ লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছেন। ফ্লোরিডা, পেনসিলভানিয়াসহ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে এবার এই ভোটের সংখ্যা রেকর্ড গড়েছে। মার্কিন ইতিহাসে  সবচেয়ে বেশি রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হিসেবে লড়ছেন ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে ফাস্ট লেডি, সিনেটর, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। অন্যদিকে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ইতিহাস দীর্ঘ হলেও রাজনীতিতে একেবারেই নতুন। অভিবাসন, শরণার্থী, পররাষ্ট্র, জলবায়ু পরিবর্তন ও গর্ভপাত-মূলত এই ৫ ইস্যুতেই দুই প্রার্থীর লড়াই চলছে। তাই সব দ্বিধাদ্বন্দ্ব আর হিসাব-নিকেশের সমীকরণ শেষে কাকে বেছে নেবে মার্কিন জনগন,  সেটাই এখন দেখার অপেক্ষা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি