ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুর, সাভার ও টঙ্গী এলাকার শিল্প কারখানায় গ্যাস সংকট

প্রকাশিত : ১৮:১৯, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৯, ৮ নভেম্বর ২০১৬

গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছে গাজীপুর, সাভার ও টঙ্গী এলাকার শিল্প কারখানাগুলো। পণ্য উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে জ্বালানি খরচ জোগাতে ভর্তুকি দিতে হচ্ছে মালিকদের। একই সাথে রান্না আর পরিবহণ গ্যাসের স্বল্পতাও এসব এলাকার দীর্ঘদিনের সমস্য। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। যদিও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্যাকেজ: উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি খরচ যোগাতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে গাজীপুরের শিল্প প্রতিষ্ঠানগুলো। নিয়মিত বিল পরিশোধ করেও মিলছেনা কাঙ্খিত গ্যাস। গাজীপুর শিল্পাঞ্চলে প্রায় পনেরশ শিল্প কারখানায় গ্যাস সংযোগ রয়েছে। এসব কারখানা চলে গ্যাস ভিত্তিক জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প গ্যাসের মাধ্যমে। দীর্ঘদিন ধরে শিল্প কারখানাগুলোর গ্যাস সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক উৎপাদন। একই অবস্থা সাভারের শিল্পকারখানা, আবাসিক এলাকা আর সিএনজি স্টেশন গুলোতে। গ্যাস সংকটের কারনে কারখানায় উৎপাদন ব্যহত, রান্নায় সমস্যা আর পরিবহনে জ্বালানির অভাব দেখা দিচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে তীব্র গ্যাস সংকটের মধ্যেই সাভার ও আশুলিয়ায় রাতের আধাঁরে চলছে অবৈধ গ্যাস সংযোগ। এরি মধ্যে দুই এলাকায় ১৮৯টি অবৈধ গ্যাস সংযোগের তালিকা করা হয়েছে। তবে গ্যাস সংকটের কথা অস্বীকার করে সরবরাহ কম থাকলে তা সংশ্লিষ্টদের জানাতে বলেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে অবৈধ সংযোগ বিচ্ছিন করার অভিযান চলছে বলে জানান তারা। শুধু আশার কথা না বলে, দ্রুত সময়ের মধ্যে জ্বালানী সংকট দূর করার দাবি ভুক্তভোগী এলাকার কারখানা মালিক ও স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি