ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১৬:২৯, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩০, ৯ নভেম্বর ২০১৬

ব্যবসায়ী, বিনিয়োগকারী, সামাজিক ব্যক্তিত্ব, এসব ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান পরিচয়, মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি। প্রস্তাবিত নীতি এবং যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো নিয়ে নানামুখী পরিকল্পনা, তাঁর জয়ের প্রধান কারন হিসেবে বলা হচ্ছে। ডোনাল্ড জন ট্রাম্প। ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে ধনকুবের ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প ও অ্যানে ম্যাকলিওডের ঘরে জন্ম তার। বাবা ফ্রেড জার্মান বংশদ্ভুত এবং মা স্কটিশ। ১৩ বছর বয়সে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করা হয় ট্রাম্পকে। এরপর ১৯৬৮ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে অর্থনীতিতে লাভ করেন স্নাতক ডিগ্রী। ১৯৭১ সালে পিতার রিয়েল স্টেট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই একের পর এক সাফল্যের মুখ দেখেন ট্রাম্প। আবাসন ব্যবসা ছাড়াও হোটেল, ক্যাসিনো ও গলফ ক্লাব নির্মানের মাধ্যমে ট্রাম্প অরগানাইজেশন নামের বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এছাড়া সুন্দরী প্রতিযোগিতার মালিকানা ও টিভি তারকা হিসেবেও খ্যাতি রয়েছে ট্রাম্পের। আর তার বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ৩শ’ ৭০ কোটি মার্কিন ডলার। ২০০০ সালে রিফর্ম পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়ার পরিকল্পনা করেও পরে সরে আসেন। তবে মূলত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেই বিশ্বজুড়ে আলোচনায় আসেন ট্রাম্প। গেল প্রায় ১ বছরের নির্বাচনী প্রচারণার সময় নারীঘটিত কেলেংকারিসহ নানা ধরণের বিতর্কের মুখোমুখি হন এই রিপাবলিকান। বিশ্লেষকরা মনে করছেন, পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থনীতি অভিবাসনসহ নীতিসহ মার্কিন রাজনীতিতে নতুন এক ধারার দিক নির্দেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা-ই প্রভাবিত করেছে এখানের বিশাল জনগোষ্ঠীকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি