ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান ও তার শ্যালকহত্যার ঘটনায় স্ত্রীর হত্যা মামলা দায়ের

প্রকাশিত : ১১:০১, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:০১, ৯ নভেম্বর ২০১৬

কুমিল্লায় জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসাইন সরকার ও তার শ্যালক মহিউদ্দিনকে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী তাহমিনা। মঙ্গলবার মধ্যরাতে দাউদকান্দি থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন তিনি। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে মনির ও মহিউদ্দিনের মৃতদেহ গতকাল রাতেই নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। মঙ্গলবার সকালে মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে দাউদকান্দির গৌরীপুরে মনিরের গাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মনির ও মহিউদ্দিন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি