ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বিপিএলে আজ মাঠে নামছে খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস

প্রকাশিত : ১১:০৮, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:০৮, ৯ নভেম্বর ২০১৬

বিপিএলে আজ মাঠে নামছে খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ২ টায় দিনের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মুখোমুখি হবে ড্যারেন সামির দল রাজশাহী কিংস। বিপিএলের চর্তুথ আসরে দুদলের জন্যই এটি প্রথম ম্যাচ। দিনের অন্যম্যাচে, সন্ধ্যা ৭টায় রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে চিটাগং ভাইকিংস। এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়ে দারুণ ফর্মে রয়েছে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস। আর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায় শহিদ আফ্রিদির দল রংপুর রাউডার্স।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি