ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ওমএমএসের চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

প্রকাশিত : ১৯:১৩, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২১, ৯ নভেম্বর ২০১৬

ওমএমএসের চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে কর্মশালায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন ও এ’ সম্পর্কে সচেতন করতে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসন। অংশ নেন খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা। কর্মশালায় বক্তারা বলেন, ভোক্তাদের খাদ্যের মান সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি উৎপাদকারীদেরও অতি মুনাফা করার প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগাদা দেন তারা। কর্মশালায় খাদ্যমন্ত্রী ১০ টাকা মূল্যে চাল বিতরণে অনিয়মের সমালোচনা করেন। বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ঘরে ঘরে চাল পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। এছাড়া, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে খাদ্য নিরাপদ রাখতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের কথাও জানান মন্ত্রী। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ্হনংঢ়;
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি