ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা মন্তব্য হেফাজতে ইসলামের নেতাদের

প্রকাশিত : ১৮:০৪, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৪, ৯ নভেম্বর ২০১৬

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য  করেছেন হেফাজতে ইসলামের নেতারা। বুধবার দুপুরে  চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ স¤েলনে এ কথা বলেন সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরী। সেসময় হেফাজত নেতারা বলেন, ইসলাম মানবতার ধর্ম। সন্ত্রাস, খুন, গুম এবং নির্দোষ মানুষের বাড়িঘরে হামলা ইসলাম সমর্থন করে না। সংবাদ সম্মেলন থেকে ১৮ নভেম্বর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল এবং ২৫ নভেম্বর কক্সবাজার শহরে সমাবেশের ঘোষণা দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি