ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু

প্রকাশিত : ০৯:৫৫, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৫, ১০ নভেম্বর ২০১৬

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এছাড়া নির্বাচনের আগে ঘোষণায় দেয়া প্রথম ১শ’ দিনের কর্মসূচির বাস্তবায়ন নিয়েও শংকা প্রকাশ করেছেন কেউ কেউ। সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন শুরু সরকার গঠনের পালা। কে কে থাকবেন ট্রাম্পের নতুন সরকারের শীর্ষ পদে- এ নিয়ে চলছে আলোচনা। নির্বাচনী প্রচারণার সময় দলীয় শীর্ষ নেতাদের অনেকেই ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে ছিলেন। দলের ছোট অংশের সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তাই গুরুত্বপূর্ণ পদগুলোতে ঘনিষ্ঠজনদের প্রাধান্য দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ট্রাম্পকে নিয়ে দলের মধ্যে বিভাজন থাকলেও মার্কিন কংগ্রেসের সিনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এবার দলীয় আধিপত্য থাকায় খুব সহজেই নীতি-নির্ধারনী কাজগুলো করতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচনী ঘোষণায় অভিবাসন নীতি ও দুর্নীতি দমনে কঠোর বার্তা দিলেও এর বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া আইএস ইস্যু ও শরণার্থীদের নিয়েও ট্রাম্পের ভিন্ন কর্মপন্থা কিভাবে কার্যকর হবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি