ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি, গাইবান্ধায় হামলার ঘটনার প্রতিবাদ-বিক্ষোভ

প্রকাশিত : ১৮:৪১, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪১, ১১ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। একই সাথে কটুক্তিকারী মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবীও উঠেছে। এদিকে, গাইবান্ধায় সাঁওতালদের বাড়ীঘর পুড়িয়ে দেয়াসহ ৪ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল রাজধানী। নাসির নগরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ। রাস্তায় আগুন ধরিয়ে আন্দোলন কারীরা প্রতিবাদ জানায় মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের কটুক্তিরও। আন্দোলন কারীরা বলেন, স্বাধীন দেশে সবারই ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবী জানান তারা। একই সাথে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রীর ছায়েদুল হকের বিচারের দাবিও জানান তারা। পরে মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রদক্ষিন করে শাহবাগে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তাদের সাথে যোগ দেয়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরাও । সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় প্রতিষ্ঠাসহ ছয়দফা দাবি পেশ করে প্রতিবাদকারীরা। আন্দোলনের ফলে আশপাশের রাস্তায যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধায় সাঁওতাল পল্লিতে হামলা ও ৪ জন নিহতের ঘটনায় দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। একই সাথে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপুরন দেয়ার দাবিও জানান তিনি। সকল মিথ্যামামলা বাতিল করে সাঁওতালদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন সুলতানা কামাল। ্হনংঢ়;
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি