ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত : ১৮:২৩, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৩, ১১ নভেম্বর ২০১৬

নানা আয়োজনে দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হল আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে নগরীর লালখান বাজার এলাকায় সমাবেশ ও র‌্যালী করে যুবলীগ। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিন জেলা যুবলীগের উদ্যেগে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে জেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতারা বক্তব্য রাখেন। এ’সময় তারা সন্ত্রাস-নৈরাজ্য এবং জঙ্গীবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি