ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহিংসতায় গৃহহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসনের আশ্বাস

প্রকাশিত : ১২:০৮, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৮, ১২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহিংসতায় গৃহহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ। কিন্তু, নিজেদের ভিটেমাটিতে থাকার দাবি জানিয়েছে আদিবাসীরা। এদিকে, গুলিবিদ্ধ দুই আদিবাসীর চিকিৎসা চলছে পুলিশের পাহারায়। এতে ক্ষোভ জানিয়েছেন স্বজনেরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম এলাকায় চিনিকল শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং আগুনের ঘটনায় গৃহহীন হয়েছে কয়েকশ’ আদিবাসী পরিবার। সব হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে মাদারপুর গির্জা মাঠে। অর্ধাহারে, অনাহারে দিন কাটছে তাদের। বাগদা ফার্ম এলাকায় বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির চিহ্ন মুছে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। চিনিকলের বিশাল এলাকাজুড়ে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া। এভাবেই আদিবাসীদের আবাদ করা ফসল ও জমি চলে যাচ্ছে বেদখলে। তাই নিজেদের ভিটেমাটি ও জমি রক্ষার দাবি জানিয়েছে তারা। আদিবাসীদের মানবাধিকার লংঘনের বিষয়টি খতিয়ে দেখার কথা বলছেন মানবাধিকার কর্মীরা। ভূমিহীন ও ক্ষেতমজুর আদিবাসীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করে পুনর্বাসনের কথা বললেন স্থানীয় সাংসদ। এদিকে, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ২ আদিবাসী চরন সরেন ও বিমল কিসকোকে গ্রেফতার দেখিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, যারা তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গুলিবিদ্ধ আদিবাসীদের গ্রেফতার করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি