ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ১২:১০, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:১০, ১২ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে নসিমন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জের ঘিঘাটি গ্রামের আমির হোসেন খাঁ ও কোটচাঁদপুরের চাঁদপুর গ্রামের আমজাদ হোসেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী নসিমন কালীগঞ্জের পাতবিলা ইটভাটার কাছে পৌঁছালে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি