ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ভাঙ্গুরায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১২:১৩, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৩, ১২ নভেম্বর ২০১৬

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ভাঙ্গুরায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ’ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। পুলিশ জানিয়েছে, ভাঙ্গুরা এলাকার তোরাব সরদার ও তার দুই সন্তানের মধ্যে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। জমি লিখে না দেয়ায় গতরাতে বাবা তোরাব সরদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে বেধড়ক মারধোর করে তারা। পরে তাকে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা। অবস্থার অবনতি হওয়ায় ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তোরাব সরদার। এ’ ঘটনায় ছেলে সাদ্দাম ও মেয়ে সাবিনাকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি