ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রিজেন্ট এয়ারওয়েজের বহরে ৬ নতুন আন্তর্জাতিক রুটে যুক্ত হবে ৪ বিমান

প্রকাশিত : ১৮:২০, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২০, ১২ নভেম্বর ২০১৬

আগামী ১ বছরের মধ্যে রিজেন্ট এয়ারওয়েজের বহরে ৬টি নতুন আন্তর্জাতিক রুটে অত্যাধুনিক ৪টি বিমান যুক্ত হবে। শনিবার দুপুরে রাজধানীতে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে রিজেন্টের চেয়ারম্যান ইয়াসিন আলী। আরো জানান, গেলো ৩ বছর ধরে সব ধরনের যাত্রীদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছে। সহজ যাতায়াত হওয়ায় আগের তুলনায় বিমানে যাত্রী বাড়ছে জানিয়ে, জ্বালানির মূল্য কমানের দাবিও করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি