ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জরুরি বন্যা পূর্বাভাস জানতে মিডিয়া সেল গঠন

প্রকাশিত : ২০:১০, ১৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমে জরুরিভিত্তিতে সংবাদ সরবরাহের সুবিধার্থে সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার এবং তথ্য অধিদফতরে আজ থেকে সার্বক্ষণিক মিডিয়া সেল খোলা হয়েছে।

এ সংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য নিম্নলিখিত টেলিফোন নম্বর ও ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো : বাংলাদেশ টেলিভিশন : টেলিফোন নম্বর ৪৮৩১২৬৮৫, ইমেইল: btvnewsroom@yahoo.com বাংলাদেশ সংবাদ সংস্থা: টেলিফোন নম্বর-৯৫৫৫০৩৬, ০১৭১৩৩৮৯৮৭৩ ইমেইল: bssnews@bssnews.net বাংলাদেশ বেতার: টেলিফোন নম্বর-৮১৮১৮৯৭, ৮১৮১৮৯৬, ইমেইল: cnobetar@gmail.com তথ্য অধিদফতর: টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮,৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল : piddhaka@gmail.com এবং ওয়েবসাইট:www.pressinform.portal.gov.bd।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি