ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১

প্রকাশিত : ০৯:৪৮, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৮, ১৪ নভেম্বর ২০১৬

বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গেলো রোববার মোস্তফা মোল্লা নামে ঐ ব্যাক্তিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে চিতলমারীর খড়মখালী গ্রামের উত্তম সাহার সাথে মোস্তফা মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। এ’র জেরে শুক্রবার উত্তমের বাড়িতে হামলা চালায় মোস্তফা ও তার লোকজন। এতে গুরুতর আহত হয় ৪ জন। আহতদের চিতলমারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এ’ঘটনায় ৪ জনকে আসামি করে ঐদিনই মামলা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি