ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এবার কিশোরগঞ্জে দেড় বছরের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

প্রকাশিত : ১৯:০৪, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৪, ৫ মার্চ ২০১৬

Kishorganj murderএবার কিশোরগঞ্জে দেড় বছরের সন্তানকে হত্যার অভিযোগে আটক হয়েছে মা সালমা আক্তার। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে ছেলে মাহাথির মোহাম্মদকে নিয়ে করিমগঞ্জ উপজেলার প্যারাভাঙা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন মা সালমা। সকালে মামার বাড়ির লোকজন ঘরের মধ্যে মাহথিরের জবাই করা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মা সালমা আক্তার মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার বাবার বাড়ির লোকজন। নিহত মাহথিরের বাবা একই উপজেলার গুজাদিয়া ইউনিয়নের কৃষক আবুল কালাম।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি