ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, ৬ জনের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৫৪, ১৮ জুলাই ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটুক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করায় সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একে মিলন আহমদ বাদি হয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন- জেলার সদর উপজেলার ভূইগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে রুহেল মিয়া (৩২), গণিপুরের কয়ছর মিয়ার ছেলে কাজি ফয়সল আহমদ (৩৮), বাউর গ্রামের মুজিবুরের ছেলে মোঃ আমিনুর রহমান, একই গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে দিলোয়ার হোসেন (৩৩), শ্রীপুর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে ফয়সল আহমদ (৩০), মোঃ আলাউদ্দিন (৪৩)- পিতা অজ্ঞাত।
 
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারী আসামি আমিনুর রহমানের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে বিকৃত করে এবং কটুক্তি করে পোস্ট দেয়া হয়। পরবর্তীতে অপর আসামি ফয়সল মিয়া গত ১৬ এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত তার ফেসবুক আইডিতে একইভাবে কটুক্তি করে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে। 

একইভাবে উল্লেখিত আসামিগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নামে ভূয়া আইডি খুলে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে আইননানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাদির পক্ষে মামলাটি শুনানী করেন এড. বীর মুক্তিযোদ্ধা কাউসার আলম। 

এ সময় উপস্থিত ছিলেন এড. রাধাকান্ত সূত্রধর, শিক্ষানুবিশ এড. মাহতাব উদ্দিন তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি এড. আসাদ উল্ল্যাহ সরকার প্রমুখ। 

এনএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি