ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রিসা হত্যা মামলার অভিযোগ দাখিল

প্রকাশিত : ১৮:১২, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ১৪ নভেম্বর ২০১৬

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যা মামলায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিস্ট শাখায় এই অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। গেলো ২৪ শে আগস্ট দিনে দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ৮শ শ্রেনীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসাকে ছুরিকাঘাত করে দর্জি দোকানের কর্মী, বখাটে ওবায়দুল খান। ২৮শে আগস্ট চিকিসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রিসা। ওই দিনই রিসার মা তানিয়া হোসেন ওবায়দুলকে আসামী করে রমনা থানায় মামলা দায়ের করেন। প্রতিবাদে আন্দোলনে নামেন ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ৩১ শে আগস্ট নীলফমারীর ডোমরা থেকে ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ। ওবায়দুলকে রিমান্ডে নেয়া হলে রিসাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে সে। রিসা হত্যার প্রায় আড়াই মাসের মাথায় ওবায়দুলের বিরুদ্ধে  আদালতেঅভিযোগপত্র জমা দিলো পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি