সরল বিশ্বাসের ব্যাখ্যায় দুর্নীতি শব্দটি ছিল না: দুদক চেয়ারম্যান
প্রকাশিত : ২০:৫৮, ২০ জুলাই ২০১৯
দুর্নীতি দমন নিয়ে নিজ সংস্থার সীমাবদ্ধতার কথা স্বীকার করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, অদক্ষ কর্মকর্তাদের জন্য প্রতিটি মামলার চার্জশিট এবং এফআইআরএ ভুল থাকে। সুতরাং ব্যবস্থা নিতে হলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের সরল বিশ্বাসের ব্যাখ্যায় তিনি দুর্নীতি শব্দটি উচ্চারণ করেননি বলেও দাবি করেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এই কথা জানান। দুর্নীতি দমনে আইনজীবী ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আলোচনায় উঠে আসে দুর্নীতির নানান রঙ।
যেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এক রকম স্বীকার করেন দুর্নীতি দমনে দুদকের সীমাবদ্ধতার কথা। দুদক চেয়ারম্যান বলেন, অদক্ষ কর্মকর্তা রয়েছে তার দফতরেরও।
এসময় আইনজীবী মনজিল মোরসেদ দুদক চেয়ারম্যানকে মনে করিয়ে দেন, সরল বিশ্বাসের করা কাজ অপরাধ নয়, এমন বক্তব্যের বিষয়ে। জবাবে দুদক চেয়ারম্যান সেদিনের দেয়া বক্তব্য খণ্ডন করেন।
দুর্নীতির বিরুদ্ধে দুদক চেয়ারম্যানকে আরও শক্তিশালী প্রসিকিউশন তৈরির ওপর নজর দিতে বলেন অন্য বক্তারা।
পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী প্রবন্ধ যুক্ত করে দুর্নীতি ঠেকানোর উপরও জোর দেয়া হয়।
আরকে/
আরও পড়ুন